অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম

অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম অফ পেজ এসইও তে কি কি করতে হয় এই বিষয় সম্পর্কে জেনে যে কোন ওয়েবসাইটের অফ পেজ এসইও করা সম্ভব।
অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম
অফ পেজ এসইও (SEO) হলো আপনার ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন র‌্যাংকিং উন্নত করার একটি গুরুত্বপূর্ণ উপায়।

অফ পেজ এসইও কি?

যদি সমগ্র এসইও এর কার্যকলাপ চিন্তা করেন তাহলে বলতে হয় যে, অফ পেজ এসইও সমগ্র এসইও এর সিংহভাগ। অন পেজ এসইও মূলত একটি ওয়েবসাইটকে প্রস্তুত করে তোলে সার্চ ইঞ্জিন এবং ভিজিটরদের জন্য, যেন সার্চ ইঞ্জিন ওয়েবসাইট ভালভাবে ক্রল করতে পারে এবং ভিজিটর স্বাচ্ছন্দ্যে 

সেই ওয়েবসাইট ভিজিট করতে পারে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম আর অফ পেজ এসইও এর কাজ মূলত একটি ওয়েবসাইটের পরিচিতি বৃদ্ধি করা এবং সবার মাঝে ছড়িয়ে দেওয়া। অফ পেজ এসইও এর মাধ্যমে একটি ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি করার পাশাপাশি 

অরগানিক ট্রাফিক জেনারেট করা হয়ে থাকে। অফ পেজ এসইও এর কার্যকলাপ মূলত ওয়েবসাইটের বাইরে। ব্যাকলিংক বিল্ডিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সব কিছুই অফ পেজ এসইও এর অন্তর্ভুক্ত।একদম সহজ করে বলতে গেলে, অফ পেজ এসইও বলতে বোঝায় আপনার 
ওয়েবসাইটের র‍্যাকিঙ্ক বৃদ্ধি করার জন্য ওয়েবসাইটের বাইরে নেওয়া সকল পদক্ষেপ বা কার্যকলাপ।

অফ পেজ এসইও কিভাবে কাজ করে থাকে?

গুগল সহ সকল সার্চ ইঞ্জিন ওয়েবসাইট এর রাঙ্কিং করার জন্য অ্যালগরিদম ব্যবহার করে থাকে এবং ক্রমাগতভাবে এইসব অ্যালগরিদম আপডেট হতে থাকে। এইসব অ্যালগরিদম একটি ওয়েবসাইটকে র‍্যাঙ্ক দিয়ে থাকে। অফ পেজ এসইও এর দ্বারা সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমকে সরাসরি প্রভাবিত করা 

যায় অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম অফ পেজ এসইও সরাসরি সার্চ ইঞ্জিকে সংকেত দিয়ে থাকে যে অন্যান্য ওয়েবসাইট এবং ভিজিটরটা আপনার ওয়েবসাইটকে কতটা গুরুত্ব দেয় এবং বিশ্বস্ত মনে করে। আপনার সাইট যত ভালো মানের ব্যাক্লিং পাবে বা পরিচিতি যত বৃদ্ধি পাবে তত 

র‍্যাঙ্ক হতে থাকবে।তবে বলা বাহুল্য যে, অনেক সময় স্প্যাম করে অফ পেজ এসইও করার ফলে হিতে বিপরীত হবার সম্ভাবনা তৈরি হয় যা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করে থাকে।

ডোমেইন অথরিটি বৃদ্ধি করতে অফ-পেজ এসইও এর গুরুত্ব

ডোমেন অথরিটি (DA) হল একটি মেট্রিক যার দ্বারা অনুমান করা যায় যে একটি ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে কতটা ভালো র‍্যাঙ্ক করছে এবং ভবিষ্যতে কতটা ভালো রাঙ্ক করবে। একই ধরনের ওয়েবসাইট থেকে ব্যাকলিংক পাবার কাড়নে সার্চ ইঞ্জিনের কাছে ওয়েবসাইটের গুরুত্ব বৃদ্ধি পেয়ে থাকে এর পাশাপাশি 

ভিজিটরদের সন্তুষ্টি এবং আপনার ওয়েবসাইটের পরিচিতির ওপর নির্ভর করে থাকে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি (DA) কেমন হবে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম একটা কথা জেনে রাখা ভালো যে আপনার ওয়েবসাইট যদি হয় ই-কমার্স, সার্ভিস, 

পোর্টফলিও বা বিজনেস ওয়েবসাইট তাহলে আপনার ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বৃদ্ধি হওয়া মানে আপনার ব্যবসার মূল্য/সুনাম বৃদ্ধি পাওয়া।

অফ পেজ এসইও এর মূল বিসয়বস্তু

অফ পেজ এসইও এর বিষয়বস্তু অনেক বিস্তর, এখানে আপনার সুযোগ আছে অনেক ভাবে আপনার ওয়েবসাইটের পরিচিতি বৃদ্ধি করার। মূলত অফ পেজ এসইও তে এসেই কম্পিটিশন এর খেলাটা শুরু হয়ে, কাড়ন এখানে সকলেই নিজেদের মতো করে রিসার্চ করার মাধ্যমে ভালো করতে পারে। 

অফ পেজ এসইও এর বিষয়বস্তু অনেক বেশি হবার কাড়নে এখানে স্ক্যাম ও হয়ে থাকে তুলনামূলক বেশি। তবে এইটা বলাই বাহুল্য যে, স্ক্যাম করে কখনও দীর্ঘমেয়াদী-ভাবে ভালো করা সম্ভব হয়ে উঠে না।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম কাড়ন সার্চ ইঞ্জিন একসময় তা বুঝতে পারে 

এবং অ্যালগরিদম আপডেট করার মাধ্যমে সেইসব স্ক্যাম ডিটেক্ট করতে পারে। অফ পেজ এসইও এর এই বিশাল জগতের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্বজন গ্রাহিত কয়েকটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হল:
ব্যাকলিংক বিল্ডিং
  • ব্যাকলিংক বা ইনবাউন্ড লিংক বলতে বুঝায় অন্য সকল ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের লিংক ম্যানশন করার বিষয়টিকে। আপনার ওয়েবসাইটের বাইতে থেকে আপনি যেসকল লিংক এর মাধ্যমে ট্রাফিক পেয়ে থাকেন তা সবই ব্যাকলিংক। 
  • ব্যাকলিংক অফ পেজ এসইও এর অন্যতম কাড়ন, ব্যাকলিংক সার্চ ইঞ্জিনকে ইঙ্গিত দেয় যে আপনার ওয়েবসাইট এর বিশ্বাসযোগ্যতা কতটা বৃদ্ধি পেয়েছে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম একটি ওয়েবসাইট অন্য একটি ওয়েবসাইটকে তখনই ব্যাকলিংক দেয় যখন সেই ওয়েবসাইটের তথ্যগুলোকে গ্রহণযোগ্য মনে করে।
  •  আবার সব ওয়েবসাইটের ব্যাকলিংক এর মান সমান হবে না, রিলেভেন্ট এবং বড় সাইট থেকে পাওয়া ব্যাকলিংক এর মান ছোট বা অপ্রাসঙ্গিক সাইট এর ব্যাকলিংক এর মান ভালো হয়ে থাকে।
Dofollow বনাম Nofollow লিঙ্ক
  1. Dofollow লিঙ্ক আপনার সাইটে লিঙ্ক ইকুইটি (র‌্যাঙ্কিং পাওয়ার) পাস করে, অন্যদিকে nofollow লিঙ্কগুলি তা করে না। সব ধরনের ব্যাকলিংকই ভালো তবে Dofollow লিঙ্ক এসইও এর জন্য অনেক কার্যকরী।
  2. উচ্চ-মানের ব্যাকলিংক পাওয়ার নিয়মভালো ব্যাকলিংক পাওয়ার তেমন কোন নিয়ম নেই, এর একটি মাত্র উপায় তা হচ্ছে ভালো কন্টেন্ট তৈরি করা এবং তা ভালোভাবে অপ্টিমাইজড করা। আবার অনেকেই বড় বড় সাইট থেকে ব্যাকলিংক কিনে থাকেন কিন্তু এইটা এক প্রকার স্ক্যাম।

লোকাল এসইও

ওয়েবসাইটের ভিজিবিটি বৃদ্ধি করার মাধ্যমকে বলা হয় লোকাল এসইও। মূলত ওয়েবসাইটের পরিচিতি বৃদ্ধি করতে লোকাল এসইও করা হয়ে থাকে, বিশেষ করে বিজনেস ওয়েবসাইট গুলোর লোকাল এসইও করা অনেক গুরুত্বপূর্ণ।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম কিছু গুরুত্বপূর্ণ লোকাল এসইও:লোকাল সাইটেশনগুগল মাই বিজনেস অপটিমাইজেশন।
বিল্ডিং লোকাল ব্যাকলিংক
  1. লোকাল এসইওতে লোকাল সাইটেশন অনেক গুরুত্বপূর্ণ, লোকাল সাইটেশন বলতে বুঝায় অন্য ওয়েবসাইটে আপনার ওয়েবসাইটের নাম, এড্রেস এবং ফোন নাম্বার যা এসইও এর ভাষায় NAP বলা হয় তার অবস্থান। লোকার এসইও ওয়েবসাইটের পরিচিতি বৃদ্ধির একটি ভালো মাধ্যম।
  2. এছাড়াও বর্তমানে Google My Business (GMB) একটি ভালো মাধ্যম লোকাল এসইও করার জন্য। এর ফলে আপনার ব্যবসার ঠিকানা সবার মাঝে পৌঁছে দেয়ার পাশাপাশি ভিজিটরদের থেকে রিভিউ ও পাওয়া যা সার্চ ইঞ্জিন অনেক গুরুত্ব দেয় এবং কাস্টমর ট্রাস্ট বিল্ড এও ভূমিকা রাখে। এছাড়াও কমিউনিটিতে যোগদান করে বা নানান রকম ইভেন্ট এ অংশগ্রহণ করার মাধ্যমে লোকাল ব্যাক লিংক পাওয়া সম্ভব।

প্রেস রিলিজ এবং মিডিয়া কভারেজ

প্রেস রিলিজ এবং মিডিয়া কভারেজ এর দ্বারা ভালো মানের ব্যাকলিংক তৈরি করা সম্ভব। এছাড়াও ওয়েবসাইটে অরগানিক ট্রাফিক আনতে এবং ব্র্যান্ড আওারনেস বৃদ্ধি করতে প্রেস রিলিজ এবং মিডিয়া কভারেজ এর গুরুত্ব রয়েছে। বড় বড় ওয়েবসাইটে আপনার কন্টেন্ট ফিচারড তা ব্যান্ড ভ্যালু বৃদ্ধি 

করতে সহায়তা করে থাকে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম আপনার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্য রেখে বা আপনার বিজনেস নিস কে ঘিরে প্রেস উপযোগী কন্টেন্ট তৈরি করতে পারলে তা সহজেই প্রেস রিলিজ এর জন্য পাঠানো যায়।প্রেস রিলিজ এর আর একটি বিশেষ 

এবং কার্যকারী দিক হচ্ছে সাংবাদিকদের সাথে সম্পর্ক গরে তোলা। সাংবাদিকদের থেকে তাদের প্রয়োজন বুঝে এবং নিজের ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট তৈরি করে তা সহজেই প্রেস এ সাবমিট করা যায়। সাংবাদিকদের সাথে সুসম্পর্ক হয়ে গেলে অনেক সময় অনেক সহজেই বড় বড় 

প্রেস সাইট থেকে সহজেই ব্যাকলিংক পাওয়া যায়। খুব সহজে এবং শক্তিশালী-ভাবে নিজের ওয়েবসাইটকে বা ব্যবসাকে প্রোমট করতে চাইলে প্রেস রিলিজ এবং মিডিয়া কভারেজ হতে পারে একটি উত্তম মাধ্যম।

সোশ্যাল মিডিয়া মার্কেটিং

ওভার-অল মার্কেটিং এ সোশ্যাল মিডিয়া এখন একটি শক্তপোক্ত মাধ্যম। Statista এর তথ্যমতে জুলাই ২০২৪ এ পুরো পৃথিবীজুড়ে সোশ্যাল মিডিয়া উজাড় রয়েছে ৫.১৭+ বিলিয়ন, যা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে। একবার কল্পনা করে দেখুন এই ৫.১৭ বিলিয়ন উজাড় এর বেশীরভাগই অরগানিক এবং আপনি 

কিছু পদ্ধতি অবলম্বন করতে পারলে এখান থেকে একটা ভালো পরিমাণ অরগানিক ট্রাফিক জেনারেট করতে পারবেন।সোশ্যাল মিডিয়া সিগন্যাল সরাসরি এসইওতে ভূমিকা রাখে না তবে তা আপানর ওয়েবসাইটের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করতে ভূমিকা রাখে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও 

করার নিয়ম এছাড়াও সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট শেয়ার এর মুত বিসয়গুলর দ্বারা আপানর ওয়েবসাইটের বিষয়বস্তু ছড়িয়ে দিতে সাহায্য করে যা ওভার-অল এসইওতে ভালো ইমপ্যাক্ট রাখে। সোশ্যাল মিডিয়াতে ভালো করতে হলে নিয়মিত প্রোফাইল আপডেট রাখতে হবে এর পাশাপাশি 
সামঞ্জস্যপূর্ণ কন্টেন্ট নিয়মিত পোস্ট করতে হবে এবং ট্রেন্ড বুঝে কৌশল পরিবর্তন করতে হবে।
গেস্ট পোস্টিং
  • গেস্ট পোস্টিং বলতে বুঝায় অন্য কারোর ওয়েবসাইটে নিজের লেখা বা নিজের কন্টেন্ট পোস্ট করার মাধ্যমে ব্যাকলিংক জেনারেট করার মাধ্যমকে। গেস্ট পোস্টিং বা ব্যাকলিংক করার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে, সব সময় চেষ্টা করতে হবে আপনার ওয়েবসাইটের চেয়ে বড় ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়ার।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম অর্থাৎ যেইসকল ওয়েবসাইটের DA আপনার ওয়েবসাইটের চেয়ে বেশি সেইসব ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নিতে হবে। গেস্ট পোস্টিং করার জন্য ৩ টি স্টেপ অনুসরণ করা যেতে পারে:গেস্ট পোস্টিং সাইট খুঁজে বের করা
  • কার্যকরী গেস্ট পোস্ট কন্টেন্ট তৈরি করা
  • গেস্ট পোস্ট এর কার্যকারিতা বৃদ্ধি করা
  • প্রথম স্টেপ এ আপনার ওয়েবসাইটের সাথে সামঞ্জস্যপূর্ণ ওয়েবসাইট লিস্ট করতে হবে এবং এপ্রোচ করতে হবে। এখানে অবশ্যই উচ্চমানের ডোমেইন (DA) নির্বাচন করতে হবে। এরপর গেস্ট পোস্টিং সাইটের নিয়ম অনুসরণ করে কন্টেন্ট তৈরি করে সাবমিট করতে হবে।
  • আমরা ধরে নিলাম আমাদের বেশ কয়েকটি কন্টেন্ট কয়েকটি সাইটে পাবলিশ করা হয়েছে, এখানেই আমাদের কাজ শেষ ধরে নিলে তা ভুল হবে। আমাদেরকে সেইসব কন্টেন্ট এর কার্যকারিতা বৃদ্ধির জন্য কার করতে হবে। যেমন আমরা সেইসব কন্টেন্ট সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেয়ার মাধ্যমে তার কার্যকারিতা বৃদ্ধি করতে পারি।

ইনফ্লুয়েন্সার মার্কেটিং

  • যে আপনার ভিজিটরদেরকে ইনফ্লুয়েন্স করতে পারবে সে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার এর দ্বারা নিজের ওয়েবসাইটের প্রচার প্রচারণা করিয়ে নেওয়াই মূলত ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমে অরগানিক ট্রাফিক জেনারেট করার ক্ষেত্রে আমার ৩ টি বিষয় খেয়াল রাখবো। সঠিক ইনফ্লুয়েন্সার নির্বাচন করা
  • ইনফ্লুয়েন্সারদের সাথে সুসম্পর্ক তৈরি করা
  • এসইওতে ইনফ্লুয়েন্সারদের প্রভাব মনিটরিং করা
  • ইনফ্লুয়েন্সার সিলেক্ট করার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। আপানর ওয়েবসাইটের নিস বুঝে সঠিক ইনফ্লুয়েন্সার আপনার সিলেক্ট করতে হবে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম খেয়াল রাখতে হবে আপনি যে ইনফ্লুয়েন্সার সিলেক্ট করছেন তার অডিয়েন্স আপানর নিস এর সাথে সম্পর্কযুক্ত কি না। BuzzSumo এবং NinjaOutreach এর মতো টুলগুলি আপনাকে ইনফ্লুয়েন্সার রিসার্চ করতে সহায়তা করবে।
  • সঠিক ইনফ্লুয়েন্সার খুঁজে বের করে তাদের সাথে সুসম্পর্ক তৈরি করে তার মাধ্যমে আপনার ওয়েবসিটের প্রচার প্রচারণা করে নিতে হবে, তা হতে পারে ইনফ্লুয়েন্সার এর প্রোফাইল বা পেজ এ আপনার কন্টেন্ট পাবলিশ করা বা ইনফ্লুয়েন্সার এর কন্টেন্ট এ ব্যাকলিংক পাস করা।
  • মেট্রিকগুলি কীভাবে আপনার সামগ্রিক এসইও পারফরম্যান্সে অবদান রাখে তা বিশ্লেষণ করুন এবং সেই অনুযায়ী আপনার কৌশল সামঞ্জস্য করুন। সবশেষে মনিটরিং করতে হবে যে ইনফ্লুয়েন্সার এর দ্বারা আপনার ওয়েবসাইটের উন্নয়ন হচ্ছে কি না।

অফ পেজ এসইও এর পারফর্মেন্স ট্র্যাকিং করার নিয়ম

ওয়েব সাইটের ভিজিবিলিটি বৃদ্ধি করার জন্য অফ পেজ এসইও করা হয়ে থাকে। অফ পেজ এসইও ক্যাম্পেইন করার পর তার দ্বারা কি আউটপুট আসতেছে তা নির্ণেয় করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম সাধারণত কয়েকটি মেট্রিক্স এর 

উপর নির্ভর করে অফ পেজ এসইও এর কার্যকারিতা মূল্যায়ন করা হয়ে থাকে, ডোমেইন অথোরিটি, ব্যাকলিংক প্রোফাইল, রেফারে-ল ট্র্যাফিক এবং লোকাল এওারনেস এর মধ্যে অন্যতম। এছাড়াও অফ-পেজ এসইও পারফরম্যান্স ট্র্যাক করতে Ahrefs, SEMrush, Moz এবং Google Analytics এর মত টুল 

ব্যবহার করা হয়ে থাকে।অফ পেজ এসইও এর পারফর্মেন্স ট্র্যাকিং করে যে ডাটা পাওয়া যায় তা বিশ্লেষণ করার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে ধারাবাহিক উন্নতি বজায় রাখা সম্ভব।

অফ-পেজ এসইও এর কিছু সাধারণ ভুল
  1. অফ পেজ এসইও একটি বিস্তর কার্যকলাপ এখানে অনেক রকমের ভুল হবার সম্ভাবনা থাকে। আমরা প্রথমেই আলোচনা করেছি এখানে স্প্যাম করার অনেক উপায় রয়েছে যা দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি করতে পারে। আমরা কয়েকটি সাধারণ ভুল বা সমস্যা নিয়ে আলোচনা করবো এবং এগুলা সব সময় এড়িয়ে চলার চেষ্টা করবো: ব্যাকলিংক কেনা-বেচা
  2. সোশ্যাল মিডিয়াকে উপেক্ষা করা
  3. লোকাল এসইও উপেক্ষা করা
  4. নিয়মিত ব্যাকলিংক চেক না করা
  5. আমরা প্রায় সময় দেখে থাকি ২০০ টাকায় ২০০ ব্যাকলিংক এর মতো বিজ্ঞাপন, যা আমাদেরকে সাময়িকভাবে চমকে দেয়। কোন কিছুর মূল্য নির্ধারণ করার ক্ষমতা বা জ্ঞান আমাদের থাকে হবে তাহলে এইসব স্ক্যাম থেকে নিজেকে সেফ রাখা সম্ভব। এছাড়াও কোন সার্চ ইঞ্জিন ব্যাকলিংক কেনা বেচাকে বৈধ মনে করে না। সার্চ ইঞ্জিন এর বট এইসব স্প্যাম বুঝতে পারলে তা আপনার জন্য অনেক বড় ক্ষতির কাড়ন হয়ে দাঁড়াবে। প্রতিনিয়ত সার্চ ইঞ্জিন অ্যালগরিদম আপডেট হবার কাড়নে এইসব ডিটেক্ট হবে কোন এক সময় তা বলাই বাহুল্য।
  6. এছাড়াও আরও কিছু ভুল এর মধ্যে অন্যতম সোশ্যাল মিডিয়া এবং লোকাল এসইও উপেক্ষা করা। এইসবের গুরুত্ব সম্পর্কে আমারা আলোচনা করেছি এবং গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছি। সবশেষে নিয়মিত ব্যাক লিংক চেক করার মাধ্যমে আপডেট থাকতে হবে।

ভবিষ্যতে অফ পেজ এসইওতে কি কি পরিবর্তন আসতে পারে?

AI রেভুলেশন এর ফলে যে এসইও এর সব সেক্টর এই কমবেশি পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা বলাই বাহুল্য। AI এর ফলে আরও দ্রুত ব্যাকলিংক সোর্স রিসার্চ করার মতো বিষয় গুলো করা সম্ভব হবে। বলতেগেলে সব রকম কাজেই একটা গতিশীলতা আসবে। এছাড়াও ভয়েস সার্চ এর ব্যবহার বৃদ্ধির ফলে 

লোকাল এসইওর চাহিদা বৃদ্ধি পাবে।অফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম সার্চ ইঞ্জিন ক্রমাগত ইউজার এক্সপ্রিয়েন্স এর বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং সেই হিসেবে নতুন নতুন আপডেট নিয়ে আসছে। এই বিষয়টি আমরা ভবিষ্যতেও দেখতে পারবো এবং সেই মোতাবেক আমাদেরকে সবকিছু গুছিয়ে নিতে হবে।

উপসংহার

আশা করছিঅফ পেজ এসইও কি এবং অফ পেজ এসইও করার নিয়ম ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url