ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার আপনি যদি ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন এর সকল তথ্যগুলো জেনে থাকেন তাহলে লোন নেওয়ার ক্ষেত্রে সেটা আপনার উপকারে আসবে।
আবার আপনি যদি ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার জানা দরকার ট্রাস্ট ব্যাংক সুদের হার কত সেই সম্পর্কে। তাই এই সম্পর্কে আর্টিকেল জুড়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
আরো পড়ুনঃ ব্র্যাক এনজিও লোন পদ্ধতি
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন
ট্রাস্ট ব্যাংক থেকে আমরা অনেকেই পার্সোনাল লোন নিতে চাই কিন্তু সম্পর্কে আমরা অনেকেই জানি না বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন এর উদ্দেশ্য
- ট্রাস্ট ব্যাংকের ঋনের সুবিধা মূলত যেকোন বৈধ্য উদ্দেশ্যে গ্রহন করতে পারেন। ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সাধারণত চাকরিজীবী, ব্যবসায়ী এবং নির্দিষ্ট আয়ের উৎস আছে এমন ব্যক্তিরা পেতে পারেন।ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার সরকারি বা বেসরকারি চাকরিজীবী, স্ব-নিযুক্ত পেশাজীবী এবং ব্যবসায়ীরা এই লোনের জন্য আবেদন করতে পারেন।
- ঘর সংস্কার
- আসবাবপত্র
- ব্যক্তিগত কম্পিউটার / ইলেকট্রনিক্স ক্রয়
- ভ্রমণ খরচ
- বিয়ের খরচ
- চিকিৎসা
- সিএনজি রূপান্তর / যানবাহন মেরামত
- অন্য কোন জরুরী আর্থিক চাহিদা পূরণের জন্য
আরো পড়ুনঃ কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম ২০২৪
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন নেওয়ার যোগ্যতা
গ্রাহক শ্রেনী বিন্যাশঃ
- বেতনভোগী নির্বাহী, ব্যবসায়ী, এবং স্ব -নিযুক্ত পেশাদার (বাড়িওয়ালা/ বাড়িওয়ালা, স্থপতি, প্রকৌশলী, পরামর্শদাতা ইত্যাদি)।
- বয়সঃ আবেদনের সময় ন্যূনতম ২৫ বছর এবং সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত হতে হবে
বেতনভোগী
- বেসরকারী নির্বাহীদের ক্ষেত্রআবেদনের সময় অবশ্যই একজন স্থায়ী কর্মী হতে হবে এবং স্বনামধন্য সংস্থায় সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
- একই প্রতিষ্ঠানের স্থায়ী কর্মচারী হিসেবে ন্যূনতম ০৬ মাসের অভিজ্ঞতা এবং এর পাশাপাশি আবেদনের তারিখে অবশ্যই একজন নিশ্চিত কর্মচারী হতে হবে ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার।
- সরকারী চাকুরীজীবীর ক্ষেত্রেঃ যোগদানের তারিখ থেকে ন্যূনতম এক বছর
ব্যবসায়ীদের ক্ষেত্রে
- আপনার যদি একই প্রকৃতির ব্যবসা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ন্যূনতম ৩ বছরের প্রমাণিত ব্যবসায়িক অভিজ্ঞতার প্রমানপত্র লাগবে।
ডাক্তার, প্রকৌশলী এবং অন্যান্য স্ব -নিযুক্ত পেশাজীবীদের ক্ষেত্রে
- একই ক্ষেত্রে ন্যূনতম ২ বছরের প্রমাণিত অভিজ্ঞতা
- বয়স ২১ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- স্থায়ী চাকরিজীবীদের জন্য কমপক্ষে ১ বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন।
- মাসিক আয়ের একটি নির্দিষ্ট পরিমাণ থাকতে হবে (ব্যাংকের নীতিমালা অনুযায়ী)।
- ক্রেডিট স্কোর ভালো হতে হবে ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার।
ট্রাস্ট ব্যাংক কত টাকা পার্সোনাল লোন দিয়ে থাকে
ট্রাস্ট ব্যাংক সাধারণত ৫০ হাজার টাকা থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন দিয়ে থাকে। তবে, লোনের পরিমাণ ঋণগ্রহীতার আয়, চাকরির ধরন এবং অন্যান্য শর্তের উপর নির্ভর করে।
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন পাওয়ার শর্তসমূহ
- আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
- আবেদনকারীর একটি স্থায়ী আয়ের উৎস থাকতে হবে।
- ক্রেডিট হিস্ট্রি ভালো হতে হবে।
- প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন এর জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- আবেদনকারী এবং গ্যারান্টারের সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- আবেদনকারী এবং গ্যারান্টারের এনআইডি/পাসপোর্টের অনুলিপি
- সর্বশেষ ইউটিলিটি বিলের কপি (গ্যাস/জল/বিদ্যুৎ/পৌর কর)
- খরচের উদ্দেশ্যে কেনা আইটেমের উদ্ধৃতি/ গ্রাহক ঘোষণা
- গ্যারান্টারের অফিস আইডির কপি (যদি থাকে)
- সর্বশেষ কর ক্লিয়ারেন্স সার্টিফিকেট/ই-টিআইএন এর কপি
- ব্যবসায়ীদের ক্ষেত্রে সর্বশেষ ১ বছরের ব্যাংক স্টেটমেন্ট (অন্যদের জন্য ৬ মাসেরব্যাংক স্টেটমেন্ট )
- জাতীয় পরিচয়পত্র (NID) বা পাসপোর্টের কপি।
- বেতন স্লিপ বা আয়ের প্রমাণ।
- ব্যাংক স্টেটমেন্ট (সাধারণত শেষ ৬ মাসের)।
বেতনভোগী ব্যক্তি/স্ব -নিযুক্তদের জন্য অতিরিক্ত কাগজপত্র
- মূল বেতন সার্টিফিকেট/পরিচয়পত্র লাগবে
- পে-স্লিপের কপি দিতে হবে
- পূর্ববর্তী নিয়োগকর্তার কাছ থেকে অফার লেটার/রিলিজ লেটার প্রদান করতে হবে পরিষেবা অভিজ্ঞতা প্রমাণ করার জন্য ।
- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পেশাগত শংসাপত্র
- চাকরির সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
- ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত নথিঃ
ব্যবসায়ীদের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত কাগজপত্র
- সর্বশেষ ট্রেড লাইসেন্সের কপি প্রদান করতে হবে
- রেজিস্টার্ড পার্টনারশিপ ডিড এবং ফর্ম প্রদান করতে হবে I
বাড়িওয়ালার জন্য অতিরিক্ত নথি কাগজপত্র
- সম্পত্তি শিরোনাম দলিল এবং সর্বশেষ মিউটেশনের কপি
- ভাড়াটেদের সাথে বৈধ ভাড়ার দলিলের কপি
- ইউটিলিটি বিলের কপি
- সর্বশেষ গ্রাউন্ড ভাড়ার রসিদ এবং পৌর করের রসিদগুলির অনুলিপি
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন আবেদন পদ্ধতি
অনলাইন আবেদন: ট্রাস্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করুন।
অফলাইন আবেদন: নিকটস্থ ট্রাস্ট ব্যাংক শাখায় গিয়ে আবেদন ফর্ম সংগ্রহ করুন এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন।
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার
- ট্রাস্ট ব্যাংকের পার্সোনাল লোনের সুদের হার প্রতিযোগিতামূলক এবং ব্যাংকের নীতিমালা অনুযায়ী পরিবর্তিত হতে পারে। সাধারণত বার্ষিক সুদের হার ১০% থেকে ১৫% এর মধ্যে হতে পারে।
ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন পরিশোধের নিয়ম
- লোনের কিস্তি মাসিক ভিত্তিতে পরিশোধ করতে হবে।
- পরিশোধের মেয়াদ সাধারণত ১ বছর থেকে ৫ বছর পর্যন্ত হতে পারে।
- প্রিপেমেন্টের সুবিধা থাকতে পারে, তবে এজন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।
ট্রাস্ট ব্যাংক যোগাযোগ ঠিকানাওয়েবসাইট: https://www.trustbank.com.bd/
- হেড অফিস: ট্রাস্ট টাওয়ার, শায়েস্তা খান এভিনিউ, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ।দ্রষ্টব্য: ঋণের শর্তাবলী এবং সুদের হার সময়ে সময়ে পরিবর্তিত হতে পারে, তাই সর্বশেষ তথ্যের জন্য ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করুন।
উপসংহার
আশা করছি ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন – ট্রাস্ট ব্যাংক পার্সোনাল লোন সুদের হার ধারনা পেয়েছেন এই আর্টিকেলটিতে, এই আর্টিকেলটি পুরোটা পড়ে যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে আপনাদের পরিচিতি মানুষদের সাথে শেয়ার করতে পারেন। আর এ ধরনের বা বিভিন্ন রকমের আর্টিকেল পড়তে আমাদের সাইডে ভিজিট করে দেখুন ধন্যবাদ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url